বিমান ভূপাতিত করার স্বীকারোক্তি ইরানের

এবার মুখ খুলল ইউক্রেন, চায় দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ

এবার মুখ খুলল ইউক্রেন, চায় দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ

ইরানের হামলাতেই তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ১৭৬ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বোয়িং-৭৩৭ বিমান পিএস৭৫২। এমন কথা স্বীকার করে নিয়েছে ইরানের সেনাবাহিনী। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন জেলেনস্কি বলেন, ইরান ইতোমধ্যে ইউক্রেনের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে। তবে আমরা তাদের অপরাধের পূর্ণাঙ্গ স্বীকারোক্তি চাই। নিহতদের মরদেহ ফেরত, ক্ষতিপূরণ, বিচার, পূর্ণাঙ্গ তদন্ত ও সরকারিভাবে কূটনৈতিক মাধ্যমে ক্ষমা চাওয়ার নিশ্চয়তা চাই।

এদিকে, ইউক্রেনের উড়োজাহাজ হামলা চালিয়ে ভূপাতিত করার দায় স্বীকারের পর ‘গভীর দুঃখপ্রকাশ’ করে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।তিনি বলেন, আমার সব ধ্যান ও প্রার্থনা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি। আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফও টুইটবার্তায় দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করেন।