ভারি বর্ষণে দুবাই বিমানবন্দরে বন্যা, স্থগিত সব ফ্লাইট

ভারি বর্ষণে দুবাই বিমানবন্দরে বন্যা, স্থগিত সব ফ্লাইট

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও বন্যার। ব্যহত হচ্ছে বিমানবন্দরের কার্যক্রম।

শনিবার বন্যার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। যাত্রীদেরকে নতুন ঘোষণা করা সময় পুনরায় দেখতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে দ্য ন্যাশনাল।

শনিবার এ খবর জানিয়েছে টুইট করেছেন দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, বন্যার পানি বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। একারণে শনিবার বহির্গামী সব ফ্লাইটের সময় পেছানো ও স্থগিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বন্যার ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে ডুবে আছে।

বিমানবন্দরের কার্যক্রম যত দ্রুত সম্ভব আবারও স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে সেখানে।