সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৫, আহত ৬০

সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৫, আহত ৬০

সিরিয়ায় বুধবার বিমান হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬০ জন। উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী অধিকৃত অঞ্চলে এ হামলা চালানো হয়।

১২ জানুয়ারি অস্ত্রবিরতি চুক্তি কার্যকর করার পরও এ হামলা চালানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের দাবি, অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তুরস্ক ও রাশিয়া। সিরিয়ার ইদলিব শহরের বাজার ও শিল্প এলাকায় ওই বিমান হামলা চালানো হয়। ধ্বংসস্তুপের নিচে মানুষ চাপা পড়ে আছে বলে খবর পাওয়া গেছে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, হামরায় বেসামরিক লোকও মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আহলাম আলরাশেদ নামের এক শিক্ষক বলেন, ক্লিনিকে আমি ছেলেকে নিয়ে গিয়েছিলাম। ৫০০ মিটারের মধ্যে বোমা ফেলেছিলে রুশ যুদ্ধবিমান। এতে ৫ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। চিকিৎসক পরীক্ষা করার আগেই আমি সন্তান নিয়ে পালিয়ে আসি। এখনো আমার সন্তান অসুস্থ।

এমজে/