ভারতের প্রজাতন্ত্র দিবসে আসামে একযোগে পাঁচ জায়গায় বোমা বিস্ফোরণ

ভারতের প্রজাতন্ত্র দিবসে আসামে একযোগে পাঁচ জায়গায় বোমা বিস্ফোরণ

প্রজাতন্ত্র দিবসের সকালে আজ রবিবার ভারতের আসাম রাজ্যে একের পর এক অন্তত পাঁচটি জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো পক্ষ এখনো দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষের সন্দেহের তীর ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা-স্বাধীন) দিকে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

দধুলিয়াজান, ডিব্রুগড়, সোনারীসহ একাধিক জায়গায় হয়েছে বিস্ফোরণ। এ সবের মধ্যে ধুলিয়াজানে বোমা বিস্ফোরণের খবর মিলেছে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগেই এই বিস্ফোরণের ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

এ দিন সকালে ৩৭ নম্বর জাতীয় সড়কের কাছে ডিব্রুগড়ের গ্রাহাম বাজারের কাছে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। পরে দধুলিয়াজান, সোনারীসহ একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটে।

সংবাদ সংস্থা এএনআইকে আসাম পুলিশের মহাপরিচালক ভাস্কর জ্যোতি মহন্ত বলেন, ‘বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার কে বা কারা জড়িত, তা দ্রুত চিহ্নিত করার চেষ্টা চলছে।’

এদিকে গত এক সপ্তাহে আসামজুড়ে ৬৪৪ জন উলফা যোদ্ধা আত্মসমর্পণ করেছে। কিন্তু প্রজাতন্ত্র দিবসের সকালে উলফা স্বাধীনের তরফে হুমকি দেওয়া হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, বিভিন্ন জায়গায় সহিংসতা সৃষ্টিতে সক্রিয় রয়েছে পরেশ বড়ুয়ার উলফা-স্বাধীন।