করোনা ভাইরাস: থাইল্যান্ডে সনাক্ত ৮, ব্যাপক সতর্কতা

করোনা ভাইরাস: থাইল্যান্ডে সনাক্ত ৮, ব্যাপক সতর্কতা

থাইল্যান্ডে মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ৮ জনকে সনাক্ত করা হয়েছে। এরা সবাই চীনা পর্যটক। এদের মধ্যে ৫ জনকে ইতোমধ্যে চীনে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, চীন থেকে ক্রমেই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে মরণঘাতী এই ভাইরাস। ফলে প্রতিবেশী দেশ থাইল্যান্ড নেওয়া হয়েছে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা।

দেশটিতে আগত পর্যটকদের স্ক্রিনিং করা হচ্ছে কঠোরভাবে। বিশেষ করে চীনা পর্যটকদের। খবর দ্য থাইগার।

থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রবিবার জানিয়েছে, বর্তমানে দেশটিতে ৮৪ জন চীনা পর্যটককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে ২৪ জনের জ্বর সনাক্ত করা হয় বিমানবন্দরেই। আর বাকি ৬০ জন বিভিন্ন উপসর্গ লক্ষ্য করে নিজে থেকেই হাসপাতালে গিয়েছেন চিকিৎসা নিতে। এদের মধ্যে মোট ৪৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, যাদের সবাইকে চীনে ফেরত পাঠানো হয়েছে। এখনও পর্যবেক্ষণে রয়েছে ৩৯ জন।

এদিকে, থাইল্যান্ড ছাড়াও কানাডা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ম্যাকাওয়ে সনাক্ত করা হয়েছে করোনা ভাইরাস।

এমজে/