ফেসবুকে আমিই প্রথম আর ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়: ট্রাম্প

ফেসবুকে আমিই প্রথম আর ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়: ট্রাম্প

ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামি ২৪-২৫ ফেব্রুয়ারি তিনি ভারত সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এই সফরের পূর্বে তিনি দাবি করলেন, ফেসবুকে তিনিই এক নম্বর ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন দ্বিতীয় নম্বরে। একে তিনি তার জন্য বড় সম্মানের হিসেবেও আখ্যায়িত করেন। এ খবর দিয়েছে দ্য স্টেটসম্যান।

ভারত সফর উপলক্ষে তার অনুভূতি জানিয়ে শনিবার ওই টুইট করেন ট্রাম্প। এতে তিনি লিখেন, আমার ধারণা এটি বড় সম্মান। মার্ক জুকারবার্গ সম্প্রতি বলেছেন যে, ডনাল্ড ট্রাম্প এখন ফেসবুকে প্রথম। আর এ তালিকায় দ্বিতীয় হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপরই তিনি বলেন, আসলে আমি দুই সপ্তাহের মধ্যেই ভারত সফরে যাচ্ছি।

ওই সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এসময় তারা রাজধানী দিল্লি ও আহমেদাবাদ সফর করবেন। এছাড়া, নরেন্দ্র মোদির সঙ্গে মোতেরা স্টেডিয়ামে বক্তৃতা দেয়ার কথা রয়েছে ট্রাম্পের । এটি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। আহমেদাবাদের ওই অনুষ্ঠানে লাখ লাখ মানুষ হবে বলে ধারণা করা হচ্ছে।

এমজে/