ইরানে ৬০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

ইরানে ৬০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) :ইরানে ৬০ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ওই বিমানে পাইলট, কো-পাইলট, নিরাপত্তারক্ষী, বিমানবালাসহ আরো ছয়জন ছিলেন।

জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের মুখপাত্র মুজতবা খালিদির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ইস্পাহান প্রদেশের সামিরান শহরের পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি উড়ালের ৫০ মিনিট পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

অভ্যন্তরীণ পথের বিমানটি রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে উড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ইউসুজে যাচ্ছিল। মেহরাবাদ সাধারণত অভ্যন্তরীণ বিমানের ওঠানামার জন্যই ব্যবহার করা হয়। তবে কিছু আন্তর্জাতিক পথের বিমানও ওঠানামা করে সেখানে।

‘খবর পেয়ে দ্রুত সেখানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। উদ্ধারকারী বিমান পাঠানো হলেও প্রবল কুয়াশার কারণে সেখানে অবতরণ করতে পারেনি। পরে স্থলপথে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন।’

ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। হতাহতের ব্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। বিধ্বস্ত হওয়া বিমানটির পরিচালনাকারী সংস্থা ছিল আসেমন এয়ারলাইনস।


(জাস্ট নিউজ/জেআর/১৪২০ঘ.)