চীনের বাইরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের বাইরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের বাইরে করোনা ভাইরাস পরিস্থিতিকে আশঙ্কাজনক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, চীনের বাইরে আক্রান্তের সংখ্যা কম হলেও সংক্রমণের ধরণ উদ্বেগজনক।

তার মতে, ইরানসহ সবশেষ আক্রান্তের ঘটনাগুলোতে ভাইরাসের বিস্তার কীভাবে হয়েছে তা স্পষ্ট নয়। এসব আক্রান্তরা চীনে আসা-যাওয়া করেননি বা আক্রান্ত অন্য কারো সংস্পর্শে আসেননি।

ইরানে শিয়া মুসলিমদের পবিত্র শহর কোম-এ কোভিড-নাইন্টিনে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ইরানে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

এছাড়া ইটালিতে প্রথমবারের মতো শুক্রবার ৭৮ বছর বয়সী এক ব্যক্তি করোনা ভাইরাসে মারা গেছে।

লেবাননে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ইরানের কোম থেকে লেবাননের বৈরুতে যাওয়া এক নারী। চীনের বাইরে ২৬টি দেশে ১১৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সাউথ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ২০৪ জন।

করোনা ভাইরাসে এ পর্যন্ত চীনে প্রাণ হারিয়েছে ২,২৩৯ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে।

এমজে/