করোনায় ইতালিতে জরুরি অবস্থা জারি, ৬ কোটি মানুষ কোয়ারান্টাইনে

করোনায় ইতালিতে জরুরি অবস্থা জারি, ৬ কোটি মানুষ কোয়ারান্টাইনে

ইতালিতে ভয়াবহভাবে ছড়িয়েছে করোনা ভাইরাস। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতালি জুড়ে কঠোর করা হল জরুরি অবস্থা। পাশাপাশি দেশটির ৬ কোটি মানুষকে নেয়া হয়েছে কোয়ারান্টাইনে। এছাড়াও, ইতালি বন্ধ ঘোষণা করা হয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

মঙ্গলবার (১০ মার্চ) এসব পদক্ষেপ নেয় ইতালির সরকার।

বিবিসি জানায়, সোমবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দেন। জরুরি ভ্রমণের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হবে বলে উল্লেখ করেন।

‘বেশি সময় হাতে নেই উল্লেখ করে’ আরো জানান, ঝুঁকিপূর্ণদের রক্ষা করার জন্য এই সব পদক্ষেপ দেওয়া হয়েছে।

এ দিকে ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আগের দিনের ৩৬৬ থেকে বেড়ে ৪৬৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা রবিবারের চেয়ে ২৪ ভাগ বেড়েছে। চীনের পর এটিই সবচেয়ে খারাপ পরিস্থিতি।

ইতালির ২০টি প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে সরকার।

কোঁতে বলেন, নাগরিকদের জন্য সবচেয়ে ভালো হলো নিজেদের বাড়িতে অবস্থান করা। রাতে বাড়ির বাইরে যাওয়া যাবে না।

আরো উল্লেখ করেন, সংক্রমণ দ্রুত বাড়ছে, মৃত্যুও। বলেন, ‘পুরো ইতালিকে সুরক্ষিত অঞ্চলে পরিণত করতে হবে। আমাদের হয়তো ইতালির ভালোর জন্য অনেক কিছু ছাড় দিতে হবে, তার সবই এখনই করতে হবে।’

ইতিমধ্যে ফুটবল ম্যাচসহ সারা দেশে সব খেলার আয়োজন বন্ধ করা হয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর ও রেল স্টেশনে বিশেষ অবস্থা নেওয়া হয়েছে।