করোনাভাইরাসে আক্রান্ত ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত রাজনীতিবিদদের মধ্যে সর্বশেষ ব্যক্তি হলেন ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্রাংক রিয়েস্টার। সোমবার তার এক সহকর্মী এমন তথ্য জানিয়েছেন।

এর আগেও কোভিড-১৯ নামের এই ভাইরাসে বেশ কয়েকজন আইনপ্রণেতা আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরান বলেন, ফ্রাংক ভালো আছেন, বাসায় বিশ্রাম নিচ্ছেন।- খবর রয়টার্সের

এছাড়াও দেশটির আরও পাঁচ এমপি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে জানা গেছে, ফ্রান্সের জাতীয় পরিষদের ক্যাফেটেরিয়ার এক কর্মীও আক্রান্ত হন। সেখান থেকে এসব এমপিরা আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

আবার আক্রান্ত পাঁচ এমপির কারো কাছ থেকে এই ভাইরাস ফ্রাংকের শরীরে আসতে পারে। কয়েকদিন আগে সর্বশেষ তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দেখা করেছিলেন।

এদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪০১৮ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে।

মৃত ও আক্রান্তদের অধিকাংশই চীনের মূলভূখণ্ডের বাসিন্দা। দেশটিরই উহান শহরে গত বছরের ডিসেম্বরের শেষ দিনে প্রাণঘাতী এ ভাইরাসটির প্রাদুর্ভাব প্রথম শনাক্ত হয়েছিল।

তারপর থেকে বিশ্বজুড়ে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এখন চীনে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) সোমবার দেশটিতে করোনাভাইরাসে নতুন করে মাত্র ১৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে। এক কী দুই মাস আগে সেখানে প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা ২০০০ জনের মতো ছিল।

ভাইরাসটির সংক্রমণজনিত রোগ কভিড-১৯ এ এদিন ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনাগুলো সব হুবেই প্রদেশে ঘটেছে। সোমবার পর্যন্ত চীন করোনভাইরাসে মৃতের মোট সংখ্যা ৩১৩৬ জনে ও মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪ জনে দাঁড়িয়েছে।

চীনের বাইরে বিশ্বের অপরাপর দেশ ও অঞ্চলে মৃতের সংখ্যা ৮৮২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ২৫৫ জনে পৌঁছে গেছে। চীনসহ বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৪০১৮ জনে ও আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার ৯ জনে পৌঁছেছে।

এমজে/