১৫০০ তালেবান বন্দিকে মুক্তির ডিক্রিতে স্বাক্ষর করেছেন আফগান প্রেসিডেন্ট

১৫০০ তালেবান বন্দিকে মুক্তির ডিক্রিতে স্বাক্ষর করেছেন আফগান প্রেসিডেন্ট

তালেবানের ১৫০০ বন্দিকে মুক্তি দেয়া সংক্রান্ত এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি। এর ফলে আফগানিস্তানে ১৮ বছর ধরে চলমান সশস্ত্র এই গ্রুপের সঙ্গে সরাসরি সংলাপের পথ উন্মুক্ত হবে। তবে যেসব তালেবান যোদ্ধাকে মুক্তি দেয়া হবে তাদেরকে অবশ্যই একটি লিখিত নিশ্চয়তা দিতে হবে যে, তারা আর যুদ্ধক্ষেত্রে ফিরবে না।

টুইটারে এক পোস্টে আশরাফ গণির মুখপাত্র সাদিক সিদ্দিকী বলেছেন, প্রেসিডেন্ট গণি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এর ফলে তালেবান যোদ্ধাদের মুক্তি দেয়া হবে। তালেবান ও আফগানিস্তানের সরকারের মধ্যে আলোচনা শুরুর প্রাথমিক উদ্যোগ হিসেবে এটা করা হয়েছে।

এই ডিক্রিটি আশরাফ গণির অফিস থেকে প্রকাশ করার কথা রয়েছে। এতে বলা হয়েছে কিভাবে তালেবান বন্দিদের মুক্তি দেয়া হবে।