করোনা আতঙ্কে বন্ধ হল এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যাংক

করোনা আতঙ্কে বন্ধ হল এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যাংক

করোনা ভাইরাসে (কভিড-১৯) আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রধান কার্যালয়। শুধু এডিবির প্রধার কার্যালয় নয়, ফিলিপাইনের সিনেটও বন্ধ ঘোষণা করা হয়েছে। দুই ভবনেই আসা দর্শণার্থীর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


এডিবির কর্মীদের ঘরে থেকে কাজ করতে বলা হয়েছে। ব্যাংকএর কার্যালয় ভালো করে পরিষ্কার করা হয়েছে এবং সংক্রমণ মুক্ত করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের কর্মী ও ব্যাংকের গ্রাহক এবং তাদের পরিবারের নিরাপত্তা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের যেসব কর্মী গ্রাহকদের সঙ্গে যুক্ত থাকেন তাদের আমরা সব ধরনের সহায়তা প্রদান করবো যাতে করে তারা ঘরে থেকেই কাজ করতে পারে।


ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের শীঘ্রই করোনা পরীক্ষা করা হবে এবং এরইমধ্যে সংসদ ভবন সংক্রমণ মুক্ত করা হয়েছে।

এমজে/