ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের একদিন পর ব্রাজিলের কর্মকর্তা করোনায় আক্রান্ত

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের একদিন পর ব্রাজিলের কর্মকর্তা করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাতের একদিন পরেই ব্রাজিলিয়ান কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কয়েকটি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে মার-অ্যা-লাগোতে সাক্ষাৎ করেছিলেন একজন ব্রাজিলিয়ান সিনিয়র কর্মকর্তা।

প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর প্রধান যোগাযোগ কর্মকর্তা ফেবিও ওয়াজনগার্টেন ব্রাজিলিয়ান প্রতিনিধি হিসেবে ট্রাম্পের ফ্লোরিডার মার-অ্যা-লাগো রিসোর্টে যান। ওই প্রতিনিধি দলের সদস্যরা শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশ ভোজে অংশগ্রহণ করেন।

সংবাদ মাধ্যম এসতাদাও বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফেবিও ওয়াজনগার্টেন বাড়ি ফেরার পর রোগের উপসর্গ দেখা দিলে তাকে পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া যায়। তিনি ভাইরাস পুরোপুরি শনাক্তের জন্য দ্বিতীয় পরীক্ষার অপেক্ষায় রয়েছেন।

এমজে/