নির্ভয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর

নির্ভয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর

ভারতে নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে দোষী চার জনের মৃত্যুদণ্ড অবশেষে কার্যকর করা হয়েছে।

শুক্রবার ভোরে কঠোর নিরাপত্তায় নয়াদিল্লির তিহার জেলে তাদের ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড নিশ্চিত করা হয়।

দণ্ডিতরা হলেন- অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা ও মুকেশ সিংহ। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে চলন্ত বাসে ওই প্যারামেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণের পর রাস্তায় ছুড়ে ফেলে দেয় ৬ ব্যক্তি। নির্মম অত্যাচারের শিকার হয়ে ১৩ দিন পর মারা যান নির্ভয়া। নৃশংস এ ঘটনা পুরো ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। দিল্লির সাকেত আদালতে গঠন করা হয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

ধর্ষণ, খুন, অপহরণ, প্রমাণ লোপাট এবং নির্ভয়ার বন্ধুকে হত্যা চেষ্টার অভিযোগে দণ্ডিতদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযুক্তদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সংশোধনাগার থেকে ৩ বছর পর মুক্তি পেয়ে যায়।

আরেক আসামি রাম সিং জেলে আত্মহত্যা করে। দীর্ঘ ৭ বছর পর বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে বাকি চার অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর হলো। রায়ে স্বস্তি প্রকাশ করে ভারতের মেয়েদের জন্য ন্যায় বিচারের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নির্ভয়ার পরিবার।

এমজে/