ভারতের বাস-ট্রেন বন্ধ, ৭৫ জেলা লকডাউন

ভারতের বাস-ট্রেন বন্ধ, ৭৫ জেলা লকডাউন

ভারতে করোনভাইরাসের নমুনা পাওয়া ৭৫টি জেলা লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। একই সঙ্গে দেশটিতে সব ধরনের বাস-ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার মন্ত্রিপরিষদ সচিব ও কেন্দ্রীত মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন সব রাজ্যের মুখ্যসচিবরা। এরপরেই লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়।

লকডাউনের তালিয়ে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। আর রাজধানী দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ভারতের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আজ রাত ৯টা থেকে আগামী ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত এই লকডাউন জারি রাখার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সবধরনের গণপরিবহন, অফিস ও দোকানপাট। আলোচনায় রাজ্য সরকারগুলোকে যথাযথ নির্দেশিকা জারি করতে বলা হয়েছে। যারা এই নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারতে কমপক্ষে ৩৫০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ছয়জন এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন।

এমজে/