করোনাভাইরাস আতঙ্ক: কারাবন্দিদের ছেড়ে দিতে বললেন ট্রাম্প

করোনাভাইরাস আতঙ্ক: কারাবন্দিদের ছেড়ে দিতে বললেন ট্রাম্প

সহিংস কর্মকাণ্ড না ঘটিয়ে অন্য কারণে যারা কারাগারে আছেন, তাদের সবাইকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের এ ব্যাপারে এরই মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে (বিচারবিভাগ থেকে)। আমরাও বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করেছি। কিছুটা সমস্যা রয়েছে। কিন্তু আমরা কেবল সহিংস ঘটনা ছাড়া যারা অন্য কারণে কারাবন্দি আছে, তাদের বিষয়ে ভেবেছি। কেবল তাদের ব্যাপারেই বলেছি, ঠিক আছে (ছেড়ে দেওয়া যাবে)।

এ সিদ্ধান্তের কারণে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওহিও, টেক্সাসসহ আরো অন্যান্য রাজ্যের কারাগার থেকে হালকা মাত্রার অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। যারা অসুস্থ এবং বয়স্ক, তাদেরও মুক্তি দেওয়া হচ্ছে করোনার বিষয়টি বিবেচনা করে।