গোটাবিশ্বে করোনার থাবা: মৃতের সংখ্যা ১৭ হাজার ছুঁই ছুঁই

গোটাবিশ্বে করোনার থাবা: মৃতের সংখ্যা ১৭ হাজার ছুঁই ছুঁই

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৬৭৯ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ লাখ ৯৮৫ জন।

আক্রান্ত ১৬০টিরও বেশি দেশের তথ্য সংরক্ষণ করছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটি অব মেডিসিন- করোনা ভাইরাস রিসোর্স সেন্টার।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭ জনে। আক্রান্ত ৬৩ হাজার ৯২৭ জন। করোনার আক্রমণে ইতালি এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে কভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ে। দেশটিতে মারা যায় ৩ হাজার ২৭৪, যার অধিকাংশই হুবেইর বাসিন্দা।

গত পাঁচ দিনে চীনে নতুন কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। ভাইরাসটির নতুন কেন্দ্র এখন ইউরোপ। ইতালির পর স্পেনে মারা গেছে ২ হাজার ৩১১ জন। দেশটিতে আক্রান্ত ৩৫ হাজার ১৩৬ জন।

ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬২ জন। আক্রান্ত ২০ হাজার ১২৩। যুক্তরাজ্যের মৃতের সংখ্যা ৩৩৬। আক্রান্ত ৬ হাজার ৭২৬ জন।

এদিকে ভাইরাসটি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ইরানেও। দেশটিতে মারা গেছে এক হাজার ৮১২ জন। আক্রান্ত হয়েছে ২৩ হাজার। পার্লামেন্টের এমপিসহ অনেক শীর্ষ কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে, মারা গেছেন সর্বোচ্চ নেতা আলি খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টাও।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের মারা গেছে ৬১০ জন। দেশটির ৫০ অঙ্গরাজ্যের সব কটিতেই করোনা ছড়িয়ে পড়েছে। পুরো দেশ তিন সপ্তাহের জন্য লকডাউন করে দেয়া হয়েছে।