সকলের দরজায় বিপদ, সব দেশ হানাহানি বন্ধ করুক আহবান জাতিসংঘের

সকলের দরজায় বিপদ, সব দেশ হানাহানি বন্ধ করুক আহবান জাতিসংঘের

সারা বিশ্ব জুড়ে করোনার করাল থাবায় নাভিশ্বাস উঠেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’-এর তরফ থেকে আগেই এই মারণ রোগকে প্যানডেমিক ঘোষণা করা হয়েছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

সোমবার গভীর রাতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক তাত্‌পর্যপূর্ণ আবেদন জানিয়ে বলেন, এই কঠিন সময়ে কনফ্লিক্ট জোনে যে সব সাধারণ মানুষ বাস করেন তাদের করোনা প্যানডেমিকের গ্রাস থেকে বাঁচাতে সারা বিশ্বজুড়ে অবিলম্বে শুরু হোক সংঘর্ষবিরতি। টাইমস অব ইন্ডিয়া।

নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দফতরে সাংবাদিক বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, ভাইরাসের এই করাল রূপ যুদ্ধের বোকামিকে যেন আরও একবার প্রকট করে তোলে। তাই এই কঠিন সময়ে দাঁড়িয়ে আজ আমি বিশ্বের সব প্রান্তে অবিলম্বে আন্তর্জাতিক সংঘর্ষবিরতির ঘোষণা করছি।

সময়ের দাবি, এই মুহূর্তে সেনাবাহিনীকে লকডাউনে কাজে লাগানো এবং একজোট হয়ে জীবনের এই কঠিন লড়াই লড়ার। বন্ধুকের আওয়াজ, গোলাবর্ষণ এবং এয়ারস্ট্রাইক অবিলম্বে বন্ধ হোক। যুদ্ধের রোগকে বিদায় জানিয়ে এই মুহূর্তে সেই মারণ রোগের বিরুদ্ধে লড়াই শুরু করা হোক যা সারা বিশ্বকে ঝাঁঝরা করে দিচ্ছে।