যুক্তরাষ্ট্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে আরো ৩০ দিন

যুক্তরাষ্ট্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে আরো ৩০ দিন

যুক্তরাষ্ট্রে কভিড-১৯ করোনাভাইরাসে মোট ১ লাখ ৪২ হাজার ৭০ জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৪৮৪ জনের। করোনা আগ্রাসী রূপ ধারণ করায় নতুন নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার তিনি বলেছেন, আরো ৩০ দিন সামজিক দূরত্ব (সোশ্যাল ডিসট্যান্সিং) বজায় রেখে চলতে হবে।

এর আগে ১৫ দিনের জন্য এমন নির্দেশনা দিয়েছিলেন ট্রাম্প, যার মেয়াদ শেষ হচ্ছে সোমবার। অথচ কয়েকদিন আগেই নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কিছু অংশে নাগরিকদের কাজে ফেরাতে চাইছিলেন তিনি।

১২ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এমনটাই আশা করেছিলেন ট্রাম্প। কিন্তু করোনা তার সব আশায় পানি ঢেলে দিয়েছে। রবিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আপনি যতটা ভালো পদক্ষেপ নেবেন, এই পুরো দুঃস্বপ্নটা তত দ্রুত শেষ হয়ে যাবে।
করোনা মোকাবেলায় এখন নতুন করে ভাবতে হচ্ছে ট্রাম্প। নতুন পরিকল্পনার বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিস্তারিত জানাবেন প্রেসিডেন্ট ট্রাম্প।