ইয়েমেনে সৌদির বর্বর হামলা, মানুষসহ ৭০ ঘোড়া নিহত

ইয়েমেনে সৌদির বর্বর হামলা, মানুষসহ ৭০ ঘোড়া নিহত

ইয়েমেনের রাজধানী সানায় সোমবার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। হামলায় কয়েক ডজন ঘোড়া নিহত হয়েছে। ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি জোটের এই হামলার কড়া সমালোচনা করেছে দেশটির প্রাণী অধিকার রক্ষা কর্মীরা। তারা এ হামলাকে 'ঘোড়ার গণহত্যা' বলে উল্লেখ করেছেন।

আল মাসিরাহ নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সানায় এক মিলিটারি কলেজে সৌদি জোটের হামলায় এক বেসামরিক লোকসহ ৭০ টির মত ঘোড়া নিহত হয়েছে।

সোমবার সৌদি জোট জানায়, ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা সানায় একাধিক বিমান হামলা চালিয়েছে।

গত ২৮ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

দেশটির পক্ষ থেকে দাবি করা হয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। সূত্র: দ্য নিউ আরব।

এমজে/