করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫২,৮৫৫ জন

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫২,৮৫৫ জন

বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। চীনের উহান থেকে উৎপত্তি করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা বেড়ে ৫২ হাজার ৮৫৫ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী ভাইরাসটিতে এখন পর্যন্ত ৫২ হাজার ৮৫৫ জন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১১ হাজার ৯০৭ জন। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে ৭ লাখ ৭ হাজার ২৫৩ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৩৭ হাজার ৭১২ জনের অবস্থা গুরুতর।