ইউনিসেফের উপপ্রধানের পদত্যাগ

ইউনিসেফের উপপ্রধানের পদত্যাগ

নিউইয়র্ক, ২৩ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের উপপ্রধান জাস্টিন ফরসিথ পদত্যাগ করেছেন। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

জাস্টিন ফরসিথ আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ সংস্থাটিতে দায়িত্ব পালনকালে তিনি নারী সহকর্মীদের অশালীন ক্ষুদে বার্তা পাঠাতেন এবং তাদের পোশাক নিয়ে মন্তব্য করতেন।

জাস্টিন তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, তার অতীত কর্মকাণ্ডের কারণে ইউনিসেফের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্যই তিনি সংস্থাটি থেকে সরে দাঁড়াচ্ছেন।

তিনি জানিয়েছেন, সেভ দ্য চিলড্রেনের দায়িত্ব পালনকালে যে ভুল হয়েছে তার জন্য তিনি পদত্যাগ করছেন না। কারণ অনেক বছর আগেই ওই বিষয়গুলো যথার্থভাবে সমাধান করা হয়েছে।

তিনি লিখেছেন, আমার মনে কোনো সন্দেহ নেই যে, আমাকে ঘিরে কিছু প্রচারণা কেবল আমাকে দায়বদ্ধই করছে না, বরং আমাদের কারণে সংস্থা ও অনুদানের ক্ষতি হচ্ছে।

সেভ দ্য চিলড্রেনের প্রাক্তন কর্মী ব্যারি ও’ কিফি জানিয়েছেন, ফরসিথের আচরণের বিষয়টি অনেক কর্মীই জানতেন। তবে তার বিরুদ্ধে কথা বললে পরিণতি কী হবে সেই ভয়ে মুখ খুলতেন না।

(জাস্ট নিউজ/ওটি/০৯৪১ঘ.)