যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪৮০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪৮০ জনের মৃত্যু

করোনা ভাইরাসে (কভিড-১৯) যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটছে। শুক্রবার বিকেল নাগাদ দেশটিতে একদিনে ১ হাজার ৪৮০ জনের মৃত্যু হয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে সিএনএন আরও জানায়, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৪০৬ জন।

শুক্রবার বিকেল নাগাদ একদিনে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৭৮২ জন। একই সময়ে মারা গেছে ১ হাজার ৪৮০ জন।

যুক্তরাষ্ট্রে করোনা প্রাদুর্ভাবের মূলকেন্দ্র নিউইয়র্ক শহরে শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৮২ জন। বৃহস্পতিবারের পর থেকে সেখানে মারা গেছে ৩০৫ জন। নিউইয়র্ক শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ২৮৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৮৬৭ জন।

করোনায় আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে মৃতের হিসাবে শীর্ষে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৬৮১ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১৯৮ জন মারা গেছেন স্পেনে।

এমজে/