যৌন কেলেঙ্কারি

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

ক্যানবেরা, ২৩ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : সেক্স স্ক্যান্ডালের ঘটনায় আগেই ফেঁসে যান অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস। এরই জের ধরে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার এক টুইট বার্তায় আগামী সোমবার পদত্যাগ করবেন বলে জানান তিনি।

বার্তা সংস্থা বিবিসি সূত্রে জানা যায়, যৌন হেনস্তা এবং সাবেক এক সহকর্মীর সঙ্গে প্রণয়ের ঘটনা নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতেই এই পদত্যাগের ঘোষণা দিলেন জয়েস। তার সেই সাবেক সহকর্মী এখন সন্তানসম্ভবা।

ওই টুইটে জয়েস বলেন আগামী সোমবার আমি ন্যাশনাল পার্টির প্রধান ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।

এর আগে গত দুই সপ্তাহজুড়ে জয়েসের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে। প্রেমিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেও যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন জয়েস।

(জাস্ট নিউজ/ওটি/১১৪৯ঘ.)