যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ১২২৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ১২২৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নভেল করোনা ভাইরাসে একদিনে ‘সবচেয়ে বেশি’ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার প্রাণ হারিয়েছেন ১ হাজার ২২৪ জন। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে ডোনাল্ড ট্রাম্পের দেশে এর আগে এত মানুষ মারা যায়নি।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩০১ জন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, চলতি এবং সামনের সপ্তাহ তাদের জন্য সবচেয়ে কঠিন হবে, ‘দুর্ভাগ্যজনকভাবে আরও মৃত্যু অপেক্ষা করছে।’

স্পেনে একদিনে আরও ৮০৯ জন মারা গেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৯৪৭ জন। মোট আক্রান্ত ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ২১৯ জন। দেশটিতে ২৬ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থা বাড়ানো হয়েছে।

ইতালিতে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজার ৩৬২ জন। সুস্থ হয়েছেন প্রায় ২১ হাজার।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ, ৯৬ হাজার ৯২ জন। মারা গেছেন ১ হাজার ৪৪৪ জন। সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪০০ জন।

চীনের দাবি অনুযায়ী সেদেশ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩০ জন। আক্রান্ত ৮২ হাজার ৫৪৩।

শনিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৭০ জন। মারা গেছেন ৮ জন। সুস্থ হয়েছেন ৩০ জন।

এমজে/