বরিস জনসনের অন্তঃসত্ত্বা প্রেমিকার শরীরেও করোনার লক্ষণ

বরিস জনসনের অন্তঃসত্ত্বা প্রেমিকার শরীরেও করোনার লক্ষণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অন্তঃসত্ত্বা প্রেমিকা সাইমন্ডসের শরীরেরও করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। তবে ইতিমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। ৩১ বছর বয়সী সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ।

শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে উল্লেখ করে সাইমন্ডস বলেন, গত এক সপ্তাহ ধরে তার শরীরের করোনার উপসর্গ রয়েছে এবং তিনি অসুস্থ রয়েছেন। তবে বর্তমানে সুস্থ অনুভব করছেন এবং অবস্থার উন্নতি হয়েছে।

গর্ভবতীদের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া খুবই উদ্বেগজনক বলে জানান সাইমন্ডস।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। শুক্রবার তিনি জানান, করোনা ভাইরাসের সামান্য উপসর্গ নিয়ে তিনি আইসোলেশনে রয়েছেন। গত ২৭ মার্চ নিজের টুইটার অ্যাকাউন্টে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে। ১৮১টি দেশে ছড়িয়ে পড়েছে এটি। এই ভাইরাসে আজ রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত ৬৩ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৪ হাজার ৩১৩ জনের মত্যু হয়েছে।

এমজে