যুক্তরাষ্ট্রে একদিনেই ১,০৭৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে একদিনেই ১,০৭৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। দেশটিতে মৃত্যুর মিছিলে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৭৬ জন করোনা রোগী যুক্ত হয়েছেন। সব মিলিয়ে মারা গেছেন ৯ হাজার ৫২৮ জন। করোনা রোগী শনাক্তের দিক দিয়েও সবাইকে ছাড়িয়ে গছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৬৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে নতুন ৬২১ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মারা গেছেন ৪ হাজার ৯৩৪ জন। আর আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮০৬ জন।

ইউরোপের অপর দুই দেশ স্পেন এবং ইতালিতেও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশ দুটিতে গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ৪৭১ এবং ৫২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ইতালিতে সব মিলিয়ে মারা গেছেন ১৫ হাজার ৮৮৭ জন। করোনায় এত মৃত্যু আর কোনো দেশে হয়নি। মৃত্যুর আধিক্যের দিক দিয়ে দ্বিতীয় দেশ স্পেন। দেশটিতে ১২ হাজার ৪১৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য মিলেছে।

এছাড়া ইরানে নতুন করে ১৫১ জন, জার্মানিতে ১৩১ জন, বেলজিয়ামে ১৬৪ জন, নেদারল্যান্ডসে ১১৫ জন এবং তুরস্কে ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, দেশে মোট ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এরপর সন্ধ্যায় চট্টগ্রামে আরো একজন করোনা রোগী শনাক্ত হন। ফলে প্রতিবেদন লেখা পর্যন্ত দেশে মোট ৮৯ জন করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।

শনাক্ত হওয়াদের মধ্যে ঢাকাসহ ১১টি জেলার লোকজন রয়েছেন।

এমজে/