ডাক্তারি পেশায় ফিরছেন আইরিশ প্রধানমন্ত্রী

ডাক্তারি পেশায় ফিরছেন আইরিশ প্রধানমন্ত্রী

বাবা-মা এবং দুই বোন চিকিৎসক হলেও চিকিৎসা পেশা ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন লিও ভারাদকা। এখন তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। গোটা বিশ্বে করোনা মহামারীর ভয়াবহতা দেখে আবারও পুরনো পেশায় ফিরছেন তিনি, অবশ্য প্রধানমন্ত্রিত্ব ছেড়ে নয়।

চিকিৎসক হিসেবে নিজের নাম আবার নিবন্ধিত করেছেন। প্রতি সপ্তাহে তিনি এক শিফটে করোনা রোগীদের সেবা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র।

সাত বছর ধরে চিকিৎসা পেশায় ছিলেন ভারাদকা। ডাবলিনের সেন্ট জেমস হাসপাতাল ও কনোলি হাসপাতালের জুনিয়র চিকিৎসক ছিলেন। ২০১৩ সালে চিকিৎসকের নিবন্ধিত তালিকা থেকে নাম মুছে রাজনীতি শুরু করেন।

তবে করোনা দুর্যোগে দেশে প্রায় পাঁচ হাজার মানুষ আক্রান্ত ও ১৫৮ জনের মৃত্যু নাড়া দিয়েছে তাকে। - বিবিসি

এমজে/