করোনায় বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে লন্ডনে

করোনায় বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে লন্ডনে

যুক্তরাজ্যে করোনায় একদিনে সর্বোচ্চ ৯শ' ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৫ হাজার মানুষ। এদিকে, পূর্ব লন্ডনের একটি কেয়ার হোমে করোনায় বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যু হয়েছে।

 

পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় হারথন গ্রিন কেয়ার হোমের ৪৮ জন বাসিন্দার ২১ জনেই করোনা ভাইরাসে আক্রান্ত। মারা গেছেন ৭ জন। এদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। জীবনের শেষ মুহূর্তে ভালো থাকার আশায় কেয়ার হোমে এসে মৃত্যুকেই বেছে নিতে হলো এসব বয়স্ক লোকদের।

মৃত সাতজনের মধ্যে ৮৭ বছর বয়স্ক বাংলাদেশি জমশেদ আলীও রয়েছেন। ১৯৬২ সালে বাংলাদেশ থেকে ব্রিটেনে আসেন তিনি। কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে রয়েল লন্ডন হাসপাতালে মারা যান তিনি করেন।

এ খবরে পুরো বাংলাদেশি কমিউনিটিতে চলছে শোক। মৃত্যুর কাছে এভাবে হেরে যাওয়া মানুষগুলোর প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া যেন আর কিছুই করার নেই কারো।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের বলেন, ইতালিত সম্পর্কে আমরা তো জানি। যে ইতালির কোয়ারেন্টাইনে একজন দুইজনকে করে আক্রান্তের সংখ্যা বেড়েছে বহু। সেই ক্ষেত্রে ব্রিটেনের এই কেয়ার সেন্টার গুলো আরও সাবধান হওয়া উচিত ছিল।

কমিউনিটি নেতা একেএম আবু তাহের বলেন, ব্রিটেনের হেল্থ বিভাগকে জরুরি বাংলাদেশি কমিউনিটির যারা আছেন, তাদের সেবা দেয়ার আহ্বান জানাচ্ছি।

কেয়ার হোমটির অধিকাংশ কর্মীদের সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে ব্রিটেনের লুটন শহরে আরেকটি বয়স্কদের হোম কেয়ার সেন্টারে কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

এমজে/