যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭ লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরো ৩৮৫৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭ লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরো ৩৮৫৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তে ও মৃতে আগেই শীর্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। আর মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৬ হাজার ৭০০।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮ টা (বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত কভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ২৮২জন।

সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন ‍মৃত্যু হয়েছে ৩,৮৫৬ জনের। ভাইরাসের ‘সম্ভাব্য আক্রমণে’ মৃত্যু হয়ে থাকতে পারে এমন সংখ্যাও তাতে অন্তর্ভূক্ত করা হয়েছে, যা আগে করা হতো না। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬,৭৭৩ জন।

করোনায় শোকের মিছিল বেশি নিউ ইয়র্ক সিটিকে। সেখানে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। নিউ ইয়র্ক সিটির বাইরেও অনেক মৃতের ঘটনা ঘটছে। এছাড়া মিশিগান, ইলিনয়, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া থেকেও উল্লেখযোগ্য হারে মৃত্যুর ঘটনা ঘটছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্যে অবশ্য বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৯ জন। ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের ‘সম্ভাব্য আক্রমণে’ নতুন মৃতের সংখ্যা ৪,২২৬ জন।

কভিড-১৯ এ মৃতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতে মোট মৃত্যু ২২ হাজার ৭০০ ছাড়িয়েছে। এক লাখ ৭২ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি।

কুড়ি হাজার ছাড়ানোর মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে স্পেন। আক্রান্তে দ্বিতীয়স্থানে আছে দেশটি, ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

মৃত্যুর তালিকায় চতুর্থস্থানে আছে ফ্রান্স, ১৮ হাজার ৬০০ ছাড়িয়েছে। সাড়ে ১৪ হাজার মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে যুক্তরাজ্য।

বাংলাদেশের প্রতিবেশী ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩০০ ছাড়িয়েছে, মৃত্যু দাঁড়িয়েছে ৪৮৬ জন।

শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১,৮৩৮ জন; মৃত্যু হয়েছে ৭৫ জনের।