ভারতে লকডাউন ভেঙে গরুর শেষকৃত্যে মানুষের ঢল

ভারতে লকডাউন ভেঙে গরুর শেষকৃত্যে মানুষের ঢল

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর লকডাউনের মধ্যেই ষাঁড়ের মৃত্যুর পর তার শেষকৃত্যে শত শত লোক জড়ো হয়েছেন। দেশটির তামিলনাড়ুর মুধুবারাপট্টি নামে একটি গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজারপত্রিকা ও নিউজ টোয়েন্টিফোরের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

খবরে বলা হয়েছে, সেখানকার জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেয়া একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে মানুষের কাছে এসব ষাঁড়ের বেশ কদর।

তেমনই একটি ষাঁড়ের মৃত্যুর পর তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন শত শত গ্রামবাসী। সামাজিকমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

ভিডিওতে দেখা গেছে, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনো গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার ওপর ফুল, মালা দেয়া হয়েছে, ধূপ জ্বলছে।

আর সামনে-পেছনে চারপাশে কয়েকশ মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে যাচ্ছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে।

এই গ্রামবাসীর পরস্পরের থেকে দূরত্ব রাখা তো দূরের কথা, কারও মুখেই কোনো মাস্ক ছিল না।

সবাই একসঙ্গে এভাবেই চলছেন। বৈশ্বিক মহামারীতে ভারতে ১৫ হাজার ৭১২ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫০৭ জন।

রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এমন খবর দিয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে ২৭ জনের মৃত্যু ও এক হাজার ৩৩৪ জন আক্রান্ত হয়েছেন।

আর তামিলনাড়ুতে কোভিড-১৯ রোগে আক্রান্ত এক হাজার ৩০০ জনের বেশি। শনিবার সেখানে নতুন করে ৪৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২ জনের।

মহামারী ঠেকাতে সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান রাজ্য স্বাস্থ্যমন্ত্রী বিজয় ভাস্কর।

এমজে/