ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি

ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি

পোর্ট মোরেসবি, ২৬ ফেব্রুয়ারি : পাপুয়া নিউ গিনির দক্ষিণ হাইল্যান্ডস প্রদেশ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক পাঁচ। স্থানীয় সময় রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে কম্পনটি অনুভূত হয়।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরেসবি থেকে ৫৬০ কিলোমিটার দূরে দেশটির একটি দ্বীপে। ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়।

পাপুয়া নিউ গিনির জাতীয় দূর্যোগ কেন্দ্রের একজন মুখপাত্র রয়টার্সকে জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা অনেক দূরে অবস্থিত ও বেশ দুর্গম। এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর মেলেনি।

আন্তর্জাতিক ত্রাণ সহায়তাকারী সংস্থা রেডক্রসের পাপুয়া নিউ গিনি প্রধান উদয় রেগমি রয়টার্সকে বলেন, ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। অঞ্চলগুলোতে তেল ও গ্যাসের সরবরাহ বন্ধ রেখেছে দেশটির গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সনমোবিল করপোরেশন।

তবে শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে হাওয়াইয়ে অবস্থিত সুনামি সতর্কতা কেন্দ্র।

(জাস্ট নিউজ/ওটি/১০০৪ঘ.)