৯৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

পাকিস্তানের দুর্ঘটনাস্থল থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার

পাকিস্তানের দুর্ঘটনাস্থল থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার

৯৮ আরোহী নিয়ে পাকিস্তানের করাচিতে বিধ্বস্ত হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) যাত্রীবাহী বিমান থেকে অন্তত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন শুক্রবার বিকালে এতথ্য জানিয়েছে।

ডন বলছে, দুর্ঘটনাস্থল থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতলে পাঠানো হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত আরো ২৫ থকে ৩০ জনকে।

এর আগে লাহোর থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিধ্বস্ত হয় পাকিস্তানের পতাকাবাহী এই বিমান।

এতে ৯০ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে বিবিসি জানিয়েছিল, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ৯০ জন আরোহী ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিমানটিকে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হতে দেখা গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রচুর ধোঁয়া উড়তে দেখা গেছে।