বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৩ লাখ ৩৮ হাজার, আক্রান্ত ৫২ লাখ

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৩ লাখ ৩৮ হাজার, আক্রান্ত ৫২ লাখ

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রমণ সংখ্যা বেড়েই চলছে। একদিনে নতুন এক লাখের বেশি আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ৫২ লাখ ছাড়িয়ে গেছে। তবে আরোগ্যের সংখ্যাও বাড়ছে, ২০ লাখ ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত দাঁড়ায় ৫২ লাখ ১০ হাজার। এর মধ্যে সুস্থের সংখ্যা ২০ লাখ ৫৬ হাজার। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৮ হাজার।

আক্রান্ত, মৃত্যু ও সুস্থ তিন তালিকাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৯৬ হাজার জনের; সুস্থ হয়েছেন সাড়ে ৩ লাখ।

আক্রান্তে দ্বিতীয়স্থানে ব্রাজিল, ৩ লাখ ৩০ হাজার; তৃতীয়স্থানে রাশিয়া ৩ লাখ ২৬ হাজার। দুই লাখ ৫৫ হাজার আক্রান্ত নিয়ে যুক্তরাজ্য আছে চতুর্থস্থানে; পঞ্চমস্থানে স্পেন, ২ লাখ ৩৪ হাজার। দুই লাখ ২৮ হাজার আক্রান্ত নিয়ে ইতালি আছে ষষ্ঠস্থানে।

সুস্থতার তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে জার্মানি। এক লাখ ৭৯ হাজার আক্রান্তের মধ্যে ১ লাখ ৫৯ হাজারই সুস্থ। দেশটিতে করোনা মৃত্যু হয়েছে ৮ হাজার ২০০ জনের।

সুস্থতার তালিকায় তৃতীয়স্থানে স্পেন। দেশটিতে আক্রান্তের ২ লাখ ৩৪ হাজারের দেড় লাখই সুস্থ। চতুর্থস্থানে ইতালি, আক্রান্তের ২ লাখ ২৮ হাজারের মধ্যে সুস্থ ১ লাখ ৩৬ হাজার।

সুস্থতায় পঞ্চমস্থানে ব্রাজিল, আক্রান্তের ৩ লাখ ৩০ হাজারের সুস্থ ১ লাখ ৩৫ হাজার। এই তালিকায় ষষ্ঠ ও সপ্তমস্থানে আছে তুরস্ক ও ইরান।

এমজে/