ভারতের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

ভারতের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

করোনা ভাইরাসের কারণে প্রায় দু’মাস বন্ধ থাকার পর ফের অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের চলাচল চালু করছে ভারত। করোনায় আক্রান্ত শীর্ষ ১০ দেশের তালিকায় এখন ভারত। দেশটিতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই সেখানে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে।

করোনা ঠেকাতে প্রায় দুই মাস ধরে বন্ধ ছিল অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। দীর্ঘবিরতির পর বিমান চলাচলের প্রথম দিনে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ৮২টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া চেন্নাই বিমানবন্দরেও দেখা যায় একই চিত্র।ফ্লাইট চালুর পরও দিল্লি ও মুম্বাইয়ে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন যাত্রীরা। কোন নোটিশ ছাড়াই ফ্লাইট বাতিল করা হয় বলে অভিযোগ তাদের।

এদিকে, কোলকাতায় বিমান চলাচল শুরু হবে ২৮শে মে থেকে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় কেন্দ্রের কাছে দেরিতে ফ্লাইট চালুর অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ, মৃত্যু ছাড়িয়েছে ৪ হাজার।