চীনের সঙ্গে যাই হয়ে থাকুক, মোদির মনমেজাজ ভালো নেই: ট্রাম্প

চীনের সঙ্গে যাই হয়ে থাকুক, মোদির মনমেজাজ ভালো নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনমেজাজ ভালো নেই। উল্লেখ্য ভারত-চীন সীমান্তে অচলাবস্থা অব্যাহত রয়েছে। এর মধ্যে ট্রাম্প দু’দেশের মধ্যে মধ্যস্থতার বিষয়ে বারবার কথা বলতে চেয়েছেন।

এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে ভারত ও চীনের মধ্যে চলমান বিবাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে বড় বিবাদ রয়েছে। আমি আপনাদের প্রধানমন্ত্রীকে (মোদি) পছন্দ করি। উনি খুব ভাল মানুষ।’

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ‘ভারত খুশি নয়। সম্ভবত চীনও খুশি নয়। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। চীনের সঙ্গে যাই হয়ে থাকুক, তার মনমেজাজ ভাল নেই।’

এর আগে গত বুধবার ট্রাম্প ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব জানিয়ে টুইট করেছিলেন।

টুইটে তিনি লেখেন, ‘দুই দেশকেই যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, সীমান্ত নিয়ে তাদের মধ্যে যে বিরোধ চলছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।’ সূত্রঃ এনডিটিভি।