বিশ্বব্যাপী মৃত্যুর মিছিলে ৩ লাখ ৭১ হাজার,আক্রান্ত সাড়ে ৬১ লাখ

বিশ্বব্যাপী মৃত্যুর মিছিলে ৩ লাখ ৭১ হাজার,আক্রান্ত সাড়ে ৬১ লাখ

কোভিড-১৯ মহামারীতে বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। লাশের সারি দীর্ঘ হতে হতে বিশ্বটাই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।এরইমধ্যে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ৩ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ পরিসংখ্যান রাখার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রবিবার বেলা ১১ টা পর্যশন্ত করোনায় মারা গেছেন বিশ্বের ৩ লাখ ৭১ হাজার ৬ জন মানুষ।আর আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬০ হাজার ২৯৯ জন।

তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৪৮ হাজার ৫০৬ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫০৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৭ লাখ ৩৪ হাজার ৬২৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্বে মোট আক্রান্ত ছিল ৬০ লাখ ৫০ হাজারের বেশি। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ১২৬ জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে গতকাল শনিবার পর্যন্ত মোট ৬১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত মোট ৪৪ হাজার ৬০৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এর ১০ দিন পর দেশে প্রথম মৃত্যু হয় করোনায়।

চীনে প্রথম মহামারী দেখা দেওয়ার পর ইউরোপ ও আমেরিকা হয়ে এখন লাতিন আমেরিকার দেশগুলো, বিশেষ করে ব্রাজিল কোভিড-১৯ এ ভাইরাসের বিস্তারের কেন্দ্রবিন্দু।
ব্রাজিল ছাড়াও চিলি ও মেক্সিকোর মতো দেশগুলো করোনাভাইরাস মহামারীর বিস্তার রোধের চেষ্টায় হিমশিম খাচ্ছে।

এমজে/