ক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র (ছবিতে দেখুন)

ক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র (ছবিতে দেখুন)

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এই মহামারির মধ্যে এখনো বিক্ষোভ চলছে দেশটিতে। বিক্ষোভ দমনে ১৬টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। কারফিউ জারি করা হয়েছে ২৫ শহরে। বিক্ষোভ হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবনের সামনেও।

গত সোমবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’

বিক্ষোভের কারণে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। আর এতে করোনাভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে রয়েছে দেশটি। এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের জন্য ভয়াবহ বিপর্যয় মত দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনা মহামারির মধ্যে গত ৩ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হওয়া বিক্ষোভের ছবি প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

আটলান্টায় সম্প্রচারমাধ্যম সিএনএনের অফিস ভবনের সামনে বিক্ষোভ।

শিকাগোতে হাঁটু গেড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা।

বিধ্বস্ত গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন লস এঞ্জেলেসের পুলিশ কমান্ডার করি পাল্কা।

শনিবার ফিলাডেলফিয়ায় পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।

ডেট্রয়টে বিক্ষোভকারীদের ধর-পাকড়ের চেষ্টা করছে ন্যাশনাল গার্ডের সদস্যরা।

শনিবার মিনিয়াপোলিসে বিক্ষোভকারীদের দমনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শুক্রবার সকালে মিনিয়াপোলিসের একটি দোকানের দৃশ্য।

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভের দৃশ্য।

হাউস্টনে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের সঙ্গে কৃষঙ্গাদের বাকবিতণ্ডা।

এমজে/