বিল না মেটানোয় বৃদ্ধকে হাসপাতালের শয্যার সঙ্গে বেঁধে রাখা হলো

বিল না মেটানোয় বৃদ্ধকে হাসপাতালের শয্যার সঙ্গে বেঁধে রাখা হলো

হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক আচরণের ছবি দেখা গেল ভারতের বিজেপি শাসিত মধ্য প্রদেশে। অভিযোগ, হাসপাতালের বিল না মেটানোয় এক বৃদ্ধ রোগীর হাত-পা হাসপাতালের শয্যার সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনাটি ঘটেছে শাজাপুর জেলা হাসপাতালে।

বৃদ্ধের পরিবারের অভিযোগ, ভর্তির সময় ৫০০০ রুপি দিলেও দিন কয়েকের চিকিৎসায় বিল বেড়ে হয় ১১,০০০ রুপি। সেই অতিরিক্ত বিল তারা মেটাতে পারেননি, বলেই ওইভাবে বৃদ্ধকে বেঁধে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।

অবশ্য অভিযোগ প্রত্যাখ্যান হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, শরীরে ইলেক্ট্রোলাইট ইমব্যালান্সের জন্য ওই রোগীর খিঁচুনি হচ্ছিল। এবং তার ফলে যাতে তার শারীরিক সমস্যা না হয় সেকারণেই তার হাত-পা বেঁধে রাখা হয়েছিল।

গোটা ঘটনায় খুবই অস্বস্তিতে রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং মধ্য প্রদেশ সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন মানুষজন।