ইতালিতে কবরের জায়গা মিলছে না মুসলিমদের

ইতালিতে কবরের জায়গা মিলছে না মুসলিমদের

করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত দেশ ইতালিতে মুসলিমদের কবর দেওয়ার জায়গার সংকট দেখা দিয়েছে। ইমাম ও মুসলিম কমিউনিটির নেতারা দেশটির কর্তৃপক্ষের কাছে মুসলিমদের জন্য আরও বেশি কবরস্থানের জায়গা চাচ্ছেন।

দেশটির যেসব সমাধিস্থল রয়েছে, সেখানে মুসলমানদের জন্য বাড়তি জায়গাও চাওয়া হয়েছে। এ নিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি।

মিলান শহরের সিস্তো মসজিদের ইমাম আবদুল্লাহ তছিনা এএফপিকে বলেন, ‘আমরা (মহামারির) ব্যথা অনুভব করছি। কখনো কখনো তা আরও গভীর হচ্ছে, যখন কিছু পরিবার তাদের স্বজনদের কবর দিতে পারছেন না। কারণ নগরীর কবরস্থানে মুসলিমদের জন্য পৃথক কোনো জায়গা নেই।’

ইতালিতে প্রায় ২৬ লাখ মুসলিম বসবাস করে, যা মোট জনসংখ্যার ৪.৩ শতাংশ। তাদের বেশির ভাগেরই বাস দেশটির উত্তর দিকে। তাদের ৫৬ শতাংশই বিদেশি নাগরিকত্বধারী। তাদের অনেকেই এসেছেন উত্তর আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে।

অবশ্য গত কিছুদিন ধরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে এগোচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গত কয়েক মাস ধরে আকাশপথসহ সব জায়গায় লকডাউন জারি করে ইতালি সরকার।

ফলে কোনো মুসলিম মারা গেলে তাদের লাশ আগের মতো তাদের মাতৃভূমিতেও পাঠানো যায়নি। এসব মৃত মুসলমানদের ইতালিতেই কবর দিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। অনেক ক্ষেত্রে কর্তৃপক্ষের ভালো সাড়া মেলে না। তাছাড়া ইতালিতে খোলা জায়গারও অভাব রয়েছে।

প্রসঙ্গত, দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার।