নতুন ও বিপজ্জনক পর্যায়ে করোনা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নতুন ও বিপজ্জনক পর্যায়ে করোনা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন যেমন শিথিল হচ্ছে, তেমনি দ্রুত গতিতে নভেল করোনা ভাইরাসের সংক্রমণও ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে করোনা মহামারির এক ‘নতুন ও বিপজ্জনক পর্যায়ে’ রয়েছে বিশ্ব, এমনটাই বলে সতর্ক করেছে সংস্থাটি।

বিশ্বে সাড়ে ৪ লাখেরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত প্রায় ৮৮ লাখ মানুষ। এরই মধ্যে গত বৃহস্পতিবার একদিনে দেড় লাখ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। লকডাউন শিথিল করার পর যুক্তরাষ্ট্রে, এশিয়ার একাংশ এমনকি ইউরোপে দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ। এতেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংবাদমাধ্যম সিএনবিসি এ খবর জানিয়েছে।

থমকে যাওয়া অর্থনীতিকে সচল করতে বিভিন্ন দেশ বিধিনিষেধ শিথিল করছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের মতে, করোনা মহামারির বিপদ সংকেত এখনো কাটেনি। এ পরিস্থিতিতে লকডাউন শিথিলের মতো পদক্ষেপ ভবিষ্যতে ভয়াবহ হয়ে উঠতে পারে।

শুক্রবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘বর্তমানে বিশ্ব এক নতুন ও বিপজ্জনক পর্যায়ের মধ্যে রয়েছে। দীর্ঘদিন গৃহবন্দি থাকতে থাকতে বহু মানুষ এখন বীতশ্রদ্ধ। তবুও আমাদের মনে রাখতে হবে, বিপদ কিন্তু কাটেনি। এখনো দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে।’

কয়েক মাস ধরে দেশে দেশে গবেষকদের নিরন্তর চেষ্টা সত্ত্বেও এখনো মেলেনি করোনার ভ্যাকসিন। গবেষণার কাজ এখন পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়েই সীমাবদ্ধ। ফলে কবে বহু প্রত্যাশিত এ ভ্যাকসিন বাজারে আসবে, সে দিকেই চাতক পাখির মতো তাকিয়ে আছে বিশ্ববাসী। যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, ততদিন করোনা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া এক প্রকার অসম্ভব বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ জোর দিচ্ছেন তাঁরা।

এদিকে, করোনার সংক্রমণ নিয়ে গতকাল শুক্রবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এতদিন জানা ছিল, চীনের উহান শহর থেকে বিশ্বে এ মারণভাইরাস ছড়িয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, গত বছরের ডিসেম্বেরই ইতালিতে করোনাভাইরাসের উপস্থিতির সন্ধান পাওয়া গিয়েছিল। তবে কী ইতালি থেকে চীন হয়ে করোনাজনিত কোভিড-১৯ বিশ্বে ছড়িয়েছে? নতুন গবেষণা এমন প্রশ্নই উসকে দিয়েছে। যদিও গত ফেব্রুয়ারির আগে ইতালিতে কোনো করোনা সংক্রমণের ঘটনা ধরা পড়েনি। তাই পুরো বিষয়টি নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।

এমজে/