করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ছাড়ালো

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ছাড়ালো

বিশ্বজুড়ে করোনা মহামারীতে মৃত্যুর মিছিল থামার এখন পর্যন্ত কোনো ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না। মৃতের সংখ্যা চার লাখ পেরোনোর ২ সপ্তাহের মধ্যে নতুন আরও ৬০ হাজার যুক্ত হলো।

শুরু থেকে করোনা ভাইরাসের পরিসংখ্যান সংরক্ষণ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুসারে, আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৫২৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৬ জন।

বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রেরই, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই করছে। ৪২ হাজারের বেশি মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।

এরপরেই ইতালিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৫৬১ জন। পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৬৭১ জন।

বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৭ লাখ ৫৮ হাজার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার মানুষ।

এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত এখন ২৩ লাখের কাছাকাছি। দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল এক লাখ ৩৮ হাজারের অধিক আক্রান্ত নিয়ে। ৫ লাখ ৭০ হাজারের কাছাকাছি আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে আছে রাশিয়া। দেশটিতে মৃতের সংখ্যা ৭ হাজার ৮৪১ জন।

এরপরেই ভারতে আক্রান্ত ৩ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে মারা গেছেন ১২ হাজার ৯৭০ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

এমজে/