ট্রাম্পের করোনা নীতির সমালোচনা করলেন বাইডেন

ট্রাম্পের করোনা নীতির সমালোচনা করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ও এত বেশি মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল পদক্ষেপ ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন চলতি বছরে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন।

মঙ্গলবার ডেলাওয়ারের নিজ শহর উইলমিংটনে বক্তব্য রাখার সময় তিনি মহামারি মোকাবেলার জন্য একটি পরিকল্পনাও প্রকাশ করেন।

তার মতে, গড়িমসি না করে আরো আগে পদক্ষেপ নেওয়া হলে ভাইরাসের সংক্রমণ ও ভাইরাসজনিত কারণে অর্থনৈতিক বিরূপ প্রভাবও কমানো যেত। করোনার বিষয়ে ট্রাম্পের প্রস্তুতি ও ব্যবস্থাপনাকে ‘ঐতিহাসিক অব্যস্থাপনা হিসেবেও সমালোচনা করেন। খবর আল জাজিরার।

উইলমিংটনে বক্তব্য রাখার সময় প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের আরও আগে পদক্ষেপ নিলে আক্রান্তের সংখ্যা এবং ভাইরাসের অর্থনৈতিক ক্ষতি কম হতো। তিনি মহামারি মোকাবেলার জন্য একটি পরিকল্পনা প্রকাশ করেন।

তিনি বলেন, আরও অনেক কভিড পরীক্ষা করা হবে এবং কমপক্ষে এক লক্ষ লোককে এই ভাইরাস শনাক্তকরণ কাজে নিয়োগ দেওয়া হবে।

বাইডেন বলেন, জ্বর-কাশির মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনাভাইরাস প্রাদুর্ভাব আরও খারাপ হবে সুতরাং তার আগাম প্রস্তুতি হিসেবে আরও ফ্লু ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা উচিত। নির্বাচিত হলে তিনি কেন্দ্রীয়ও সরকারের শীর্ষ রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফাউচিকে তার বর্তমান পদে আরও এক মেয়াদ থাকার জন্য অনুরোধ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।