ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে নেপাল

ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে নেপাল

ভারতের সঙ্গে নেপালের উত্তেজনা বাড়ছেই। কখনো উত্তরাখণ্ডে ভারতের রাস্তা তৈরিতে বাধা, আবার কখনো বিহারে রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে নেপাল সরকার। এমন পরিস্থিতিতে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করল নেপাল সরকার। দেশটিতে ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে তারা।

নেপাল সরকারের পক্ষে অভিযোগ করা হয়েছে যে, নেপাল সরকার এবং সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম একতরফাভাবে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের বিষয়ে খবর করে যাচ্ছে বলেও অভিযোগ সে দেশের।

কয়েক দিন ধরেই চীনের সঙ্গে সংঘাতের পাশাপাশি শিরোনামে উঠে এসেছে ভারত-নেপাল বিরোধ। নেপালের মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে দেখানো হয়েছে। আর তা দেখানোর পর থেকেই ভারত এবং নেপালের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। যার জেরে খোদ নেপালে নিজের দলেরই বিরোধের মুখে পড়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। এই খবরগুলো সামনে আসার পরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিয়ে এমন সিদ্ধান্ত নিল নেপাল। সূত্র : কলকাতা নিউজ টুয়েন্টিফোর।

এমজে/