পুলওয়ামা হামলার ৫,০০০ পৃষ্ঠার চার্জশিট

পুলওয়ামা হামলার ৫,০০০ পৃষ্ঠার চার্জশিট

ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় পাঁচ হাজার পৃষ্ঠার চার্জশিট গঠন করেছে দেশটির তদন্ত সংস্থা এনআইএ। সোমবার জম্মুর আদালতে এ চার্জশিট জমা দেয়া হয়।

এতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজাহার ও তার ভাই রউফ আগসরসহ ২০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এনআইএ’র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সোনিয়া নারাং বলেন, জঙ্গি হামলার ঘটনার পর জইশ কমান্ডার উমর ফারুকের দেহ উদ্ধার হয়েছিল ঘটনাস্থল থেকে।

তার ফোন থেকে উদ্ধার হওয়া ছবি, চ্যাটের তথ্য থেকেই এ চার্জশিট প্রস্তুত করা হয়েছে। গত বছর ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। নিহত হয়েছিলেন ৪০ জন ভারতীয় সেনা। টাইমস অব ইন্ডিয়া

এমজে/