মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে করোনা রোগী ৭০ লাখ ছাড়াল

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে করোনা রোগী ৭০ লাখ ছাড়াল

মহামারী করোনাভাইরাসে কোণঠাসা মার্কিন জনগণ। প্রকোপ কিছুটা কমে এলেও সংক্রমণ এখনও বন্ধ হয়নি। এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষ। ইতিমধ্যে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে গেছে। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারের।

কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এ ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৯ টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৪ হাজার ১১৮ জন। আর করোনা রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন। অসুস্থদের মধ্যে চিকিৎসাধীন ৪৪ লাখ ৫৪ হাজার ২৫৮ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। এখানে ৭ লাখ ৮৬ হাজার ৪৪১ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৫ হাজার ১৮ জন। টেক্সাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১৫ হাজার ২০৬ জন। ফ্লোরিডায় ৬ লাখ ৮৩ হাজার ৭৫৪ জন আক্রান্ত, মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫৬ জনে। সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ ২১ হাজার ৪১৭ জন। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৬৫ হাজার ৩৭ জন।

দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৫৪ লাখ ৮৫ হাজার ৬১২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৯২ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৮৭ হাজার ৯০৯ জন।

ব্রাজিলে ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জনের প্রাণ গেছে কোভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন।

এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এমজে/