ট্রাম্প ভোট দেয়ার সময় পাশে ছিলেন না মেলানিয়া

ট্রাম্প ভোট দেয়ার সময় পাশে ছিলেন না মেলানিয়া

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভোট দেবেন ৩ নভেম্বর। ওইদিন দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খবর সিএনএনের।

এরইমধ্যে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় আগাম ভোট দেন তিনি। এ সময় মেলানিয়াকে ট্রাম্পের পাশে দেখা যায়নি।

ভোট দেয়ার পর ট্রাম্প প্রকাশ্যে জানিয়ে দেন, ‘ডোনাল্ড ট্রাম্প নামের একজনকে ভোট দিয়েছি। ’ এরইমধ্যে ফ্লোরিডার ৫০ লাখেরও বেশি ভোটার আগাম ভোট দিয়ে দিয়েছেন।

অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত বিতর্ক শেষে জোরেশোরে প্রচার শুরু করেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। জয়লাভ করলে মাস্ক পরা বাধ্যতামূলক এবং করোনাভাইরাসের ভ্যাকসিন সবাইকে বিনামূল্যে দেয়ার ঘোষণা দেন তিনি। শনিবার বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দুটি ইভেন্টে প্রচারে অংশ নেন।

এদিন ট্রাম্পও ভোট দেয়ার পর তিনটি সুইং স্টেটে নির্বাচনী প্রচার চালান। ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতায় আবারও প্রেসিডেন্ট হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৩ নভেম্বর হলেও মাসখানেক আগে থেকে আগাম ভোট শুরু হয়। ভোট পাঠানো যায় ডাকযোগেও। করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ভোটের দিনের ভিড় এড়াতে অনেকেই এই সুযোগ নিচ্ছেন।

এমজে/