আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ নিয়ে ইউনিসেফের বিবৃতি

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ নিয়ে ইউনিসেফের বিবৃতি

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ নিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। বুধবার দেয়া ওই বিবৃতিতে তারা জানিয়েছে, নাগারনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার সংঘর্ষে এক লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক অঞ্চলে নিয়মিত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে শিশুদের ওপর এর মানসিক প্রভাব পড়ছে। শিশুরা ভীত হয়ে পড়ছে। সংঘাত শুরুর পর এ পর্যন্ত ৭৬টি স্কুল ও কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি প্রসূতি হাসপাতালেও গোলাবর্ষণ করা হয়েছে।

আর কোনো শিশুর যাতে মৃত্যু না হয় সেজন্য এখনই দ্রুত যুদ্ধ বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ইউনিসেফ।

এমজে/