পাকিস্তানের সঙ্গে চীনের সমঝোতা চুক্তি

পাকিস্তানের সঙ্গে চীনের সমঝোতা চুক্তি

চীনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে চীনের পক্ষে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ নাদিম রেজা। এ খবর দিয়েছে দ্য হিন্দু।

খবরে জানানো হয়েছে, এ চুক্তির অধীনে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো বৃদ্ধি করা হবে। অর্থনৈতিকভাবে পাকিস্তান চীনের মুখাপেক্ষী। পাশাপাশি সামরিকভাবেও চীনের সহযোগিতা পেয়ে থাকে দক্ষিণ এশিয়ার দেশটি।

নতুন এই চুক্তির ফলে এই সহযোগিতা আরো বৃদ্ধি পাবে এমন ধারণা করা হচ্ছে। এছাড়া এটি গত তিন মাসের মধ্যে চীনা প্রতিরক্ষামন্ত্রীর দ্বিতীয় পাকিস্তান সফর।

তিনি প্রথমে নেপালে আসেন। সেখান থেকে তিনি পাকিস্তান সফরে যান।

এছাড়া, উভয় পক্ষের মধ্যে নানা বিষয়ে আলোচনাও হয়েছে। আলোচনায় উঠে আসে চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার নানা দিক। চীনের সিপিইসি প্রকল্পকে রক্ষা করায় পাকিস্তানকে ধন্যবাদ দেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।