করোনার নকল টিকা নিয়ে ১৯৪টি দেশকে সতর্কবার্তা ইন্টারপোলের

করোনার নকল টিকা নিয়ে ১৯৪টি দেশকে সতর্কবার্তা ইন্টারপোলের

কোভিড- ১৯ এর নকল ভ্যাকসিন সম্পর্কে সদস্য ১৯৪টি দেশকে সতর্ক করল ইন্টারপোল। আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি জানিয়েছে, একাধিক প্রতিষ্ঠান জাল ভ্যাকসিন বাজারে ছেড়ে মোটা মুনাফা লাভের চেষ্টা করছে।

এখনই দেশগুলোকে নকল ভ্যাকসিন রোখার ব্যবস্থা নিতে ওই বার্তায় বলা হয়েছে। ফ্রান্সের লিও শহর থেকে প্রচারিত ওই বার্তায় ইন্টারপোল এর মহাসচিব জুরগেন স্টক জানিয়েছেন, এই অসাধু ব্যাবসায়ীরা জাল টিকা বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে।

উল্লেখযোগ্য, রাশিয়া, আমেরিকা এবং বৃটেন টিকা তৈরির সন্ধিক্ষণে পৌঁছেছে। ভারতেও ভ্যাকসিন এর তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। উৎপাদন কেন্দ্রগুলিতে কড়া নিরাপদ বাবস্থা নিতে বলেছে ইন্টারপোল।

যে কোনও ভ্যাকসিন বাজারে ছাড়ার আগে তা আসল না নকল তার পরীক্ষা করে নিতেও নির্দেশও দেওয়া হয়েছে। ইন্টারপোল এর বার্তার পর নড়েচড়ে বসেছে সদস্য দেশগুলি।

এমজে/